স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ১৯ দলের একক প্রার্থী এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ এর কাপ পিরিচ মার্কার সমর্থনে লাখাই উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগ করেছে দলীয় নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল থেকে দিনভর লাখাই উপজেলার লাখাই বাজার, বটতলা, স্বজনগ্রাম, রুহিতনশী, গাজীপুর, কামালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করা হয়েছে। গনসংযোগ শেষে লাখাই বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মোস্তাফা কামাল খসরুর সভাপতিত্বে ও এমআর জুনায়েদ এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন বিএনপিসহ ১৯ দলের একক প্রার্থী এডঃ সালেহ উদ্দিন আহমেদ, আব্দুল ওয়াদুদ আব্দাল, জয়নাল আবেদিন, আবু তাহের, হাবিব উল্লাহ বাহার, আব্দুল মোতালিব, জহিরুল ইসলাম, ফজলু মিয়া মেম্বার, নুরু মিয়া মেম্বার, সার্জেন অবঃ এনামুল হক, তোফাজ্জুল হক, শাহজাহান, আব্দুল হক হাজী, আব্দুল হক, মোস্ত মিয়া মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, তোফাজ্জুল হোসেন, মঈজ উদ্দিন, এনামুল হক, আলী আফছর, সিন্দাবাদ মিয়া, আজিজুল হক, রহমত উল্লাহ, আব্দুল সালাম, রইছ উদ্দিন, সোহাগ, আবু তাহের, ছাদেক মিয়া, জিল্লুর রহমান, হাফিজুল ইসলাম, নিজাম উদ্দিন, আব্দুস সালাম, গিয়াস উদ্দিন, অরবিন্দু কর্মকার, ফারুক আহমেদ, ইব্রাহিম মিয়া প্রমুখ। গণসংযোগকালে নেতৃবৃন্দ আগামী নির্বাচনে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে সালেহ আহমদকে জয়যুুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।