স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম এর আনারস মার্কার সমর্থনে সদর উপজেলার গোপায়া, তেঘড়িয়া, নিজামপুর, নুরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম ও শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী গোপায়া ইউনিয়নের রায়ধর, আলাপুর, যাত্রা বড়বাড়ি, তেঘড়িয়া ইউনিয়নের টঙ্গীরঘাট, নিজামপুর ইউনিয়নের দরিয়াপুর, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার সুধিয়াখাল, বিরামচর, নুরপুর ইউনিয়নের পাচগাঁও গ্রামে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। রাতে নুরপুর ইউনিয়নের বাছিরগঞ্জ বাজার মসজিদ মার্কেট মাঠে হাজী মো. ইদ্রিস আলী মাষ্টারের সভাপতিত্বে ও মোঃ আসাদ আলীর পরিচালনায় পরামর্শ সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ রইছ মিয়া, আলহাজ্ব আব্দুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুর রশিদ ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি ছালেক মিয়া, দরবেশ আলী, তারা মিয়া সর্দার, আব্দুল কাদির, হাজী সিরাজুল ইসলাম, হাজী তৈয়ব আলী সর্দার, মোঃ জিলু মিয়া, মোঃ পুতুল মিয়া, মোঃ মালুম মিয়া, কামাল হোসেন দুলাল প্রমুখ।
বক্তারা নির্বাচনে মোতাচ্ছিরুল ইসলামকে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।