স্টাফ রিপোর্টার ॥ ২০১৮-২০১৯ সনের হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন অনুষ্টিত হয়েছে। গতকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। রাত ১২ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে ৫৪৯ জন ভোটারের মধ্যে ৪৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২৫১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মোঃ আব্দুল হান্নান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট মোঃ নুরুল আমীন পেয়েছেন ১৮১ ভোট, বিএনপির প্রার্থী এডভোকেট মোঃ শহীদ মিয়া পেয়েছেন ৪২ ভোট, ২৩২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে জাতীয় পার্টির এডভোকেট জাবেদ আলী, বিএনপির প্রার্থী এডভোকেট ইলিয়াছ মিয়া, ২৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এডঃ সফিকুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট রুহুল হাসান শরীফ পেয়েছেন ২৩৪ ভোট, দেওয়ানী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট রাজিব কুমার দে, ফৌজদারী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট আতাউর রহমান রবিন, লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট দিপক চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট নুরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছে এডভোকেট মিহির চক্রবর্তী, এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী, এডভোকেট শাহ আব্দুল আউয়াল, এডভোকেট আসাদুজ্জামান চৌধুরী তারণ, জুনিয়র সদস্য পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট তাহমিন রুবানা চৌধুরী, এডভোকেট সেলিম আহমেদ, এডভোকেট সাজিদুর রহমা সজল।