স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাঙালি জাতিকে এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলতে পারবে না। কারণ জাতিসঙ্গ আমাদেরকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে। আর এটা সম্ভব হয়েছে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে। তিনি বলেন, বিএনপি-জামায়াত চায় না দেশের উন্নয়ন হোক, তারা চায় জনগণের অশান্তি। যে কারণে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জনগণের বৃহত্তর স্বার্থে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে আরো সুসংগঠিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জ-লাখাই ও শায়েস্তাগঞ্জে যে উন্নয়ন সম্পাদন করেছি, স্বাধীনতা পরবর্তী সময়ে আর কেউ করতে পারেনি। এ সরকার গরীব ও মেহনতি মানুষের সরকার। তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ লুটপাট এবং সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে বাংলাদশেকে পেছনে টেনে নিয়ে যাওয়ার পায়তারায় লিপ্ত। তাদের অপরাজনীতি থেকে দেশবাসীকে রক্ষার স্বার্থে করতে দলকে আরো সুসংগঠিত করতে হবে।
নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জলফু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসহাক আলী সেবনের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক এবং বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ গাজিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী সিরাজুল ইসলাম ইনু মিয়া, হাজী মুক্তার হোসেন, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মীর গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছ মিয়া।
এছাড়াও বক্তৃতা করেন আব্দুল আউয়াল তালুকদার, চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, কাউন্সিলর মাসুকজ্জামান, মোঃ সাহাবুদ্দিন, শাহজাহান তালুকদার, ফরিদ মিয়া, আব্দুল কাদির আছাদ, আব্দুল খালেক, অলি হোসেন, গিয়াস উদ্দিন মুখলেছ, ওয়াহিদুর রহমান দুধ, ফজর আলী তালুকদার, জাকির হোসেন, জামাল সরদার, তাজুল ইসলাম, গাজিউর রহমান এমরান, ফখরুল হামিদ, জাহাঙ্গীর মিয়া।
সম্মেলন অনুষ্ঠানে নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক পৃথক মিছিল নিয়ে এসে জড়ো হন। খণ্ড খন্ড মিছিল এক পর্যায়ে জনসভায় রূপান্তরিত হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথি এডঃ মোঃ আবু জাহির এমপিকে শুভেচ্ছা জানান।
এর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি এডঃ মোঃ আবু জাহির এমপিসহ অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা বিগত ৯ বছরে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাইয়ে এডঃ মোঃ আবু জাহির এমপি’র ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।