প্রেস বিজ্ঞপ্তি ॥ সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল সিলেটের স্থানীয় একটি হোটেলে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রফেসর সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী এডঃ আবুল ফজলের পরিচালনায় সভায় ইংল্যান্ড প্রবাসী সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাহবুব নুরুল ইসলাম, উত্তরা ব্যাংকের এজিএম আবু মোঃ হান্নান এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি ইংল্যান্ড-এর সভাপতি ডাঃ খায়রুল ইসলাম হেলালকে সংবর্ধনা দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক তৌফিক মজিদ লায়েক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল হাই চৌধুরী, ডাঃ আফজল মিয়া, নাছির উদ্দিন, ড. আবুল ফতেহ ফাত্তাহ, প্রফেসর আব্দুল হাই, নিরেশ চন্দ্র দাশ, আবু জাহেদ মোঃ ঘোরী, মোঃ মতিউর রহমান পিয়ারাসহ প্রমুখ। সভায় মাষ্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাঃ মোঃ খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জ কল্যাণ সমিতিকে ২০ হাজার ও দিনারপুর কলেজকে ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। সভায় বক্তাগন শিক্ষা ও কারিগরি খাতে নবীগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।