নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-কাজির বাজার সড়কের হালিতলা নামক স্থানে গতকাল শনিবার দুপুরে যাত্রবাহী টমটম গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বৃদ্ধা মহিলাসহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বাউশা ইউনিয়নের দক্ষিণ গ্রামের মইন উদ্দিনের স্ত্রী সুন্দর বিবি (৭৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হল, করগাও ইউনিয়নের করগাও গ্রামের নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী আউলিয়া বেগম (৪০), একই গ্রামের আছাদুর রমানের স্ত্রী রুজি আক্তার (১৯), নুর মিয়ার শিশু পুত্র রুহান মিয়া (৮), দেবপাড়া ইউনিয়নে রুস্তমপুর গ্রামের নুর মিয়ার শিশু কন্যা রুকসানা বেগম (৯) ও সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর পুত্র আবুল হাসনাত চৌধুরী (১০)।