স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে। স্থানীয় এক ছাত্রলীগ নেতার প্রত্যক্ষ মদদে পুলিশের সামনেই এ তুলকামাল কান্ড করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল বুধবার শায়েস্তগঞ্জ ইউনিয়নের কদমতলী গ্রামে আব্দুল মতিনের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল জলিল মারা যাবার পর তার উত্তাধিকারীরা ওই পৈত্রিক ভোগ দখল করে আসছেন। কিন্তু ওই ভূমির উপর নজর পড়ে একই গ্রামের সাইফুল আলম, বেলাল মিয়া, হেলাল মিয়া গংদের। এ নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে। ঘটছে হামলা-সংঘর্ষের ঘটনা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার ১১ টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মতিনের বাড়িতে প্রবেশ করে ঘরের লোকজনকে জোরপূর্বক বের করে দিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলের অদুরে দাড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করলেও কোন প্রকার প্রতিকারে যায়নি। বাড়ির মালিক জানান-হামলাকারীরা শোকেচ এর ড্রয়ার থেকে স্বর্ণালংকার, গ্যাসের চুলা, একটি ফ্রিজ, বসতঘরের টিন, আসবাবপত্র, কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করায় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। বাড়ি-ঘর ভেঙ্গে ফেলায় ও লুটপাটের কারণে এবং হামলাকারীদের ভয়ে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িঘরে আশ্রয় নিয়েছে। স্থানীয় ছাাত্রলীগের এক নেতার সহযোগিতায় হামলাকারীরা একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে।