নবীগঞ্জ প্রতিনিধি ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে সহকর্মী শ্রমিকদের নির্মম প্রহারে ইকবাল হত্যা ধামাচাপা দিতে ইকবালের পরিবারের উপর বাড়িঘর ভাংচুরের অভিযোগে পাল্টা মামলা দায়ের করেছে প্রতিপক্ষের লোকজন। ইকবাল হত্যাকে ভিন্নখাতে প্রভাবিত করতে এ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী। জানা যায়, গত জানুয়ারি মাসে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মন্নানের ছেলে রুহুল আমিন (১৮), মমত উল্লাহর ছেলে ছুটন মিয়া (২০), শিপন মিয়া (১৮), মৃত আব্দুল মন্নাফের ছেলে আবু রায়হান (১৮) ও গন্ধা গ্রামের জুনু মিয়ার (২০) সঙ্গে বিএসআরএম নামে একটি কোম্পানির কাজের উদ্দেশে চট্টগ্রাম যায় মাইজগাও গ্রামের ছায়েদ মিয়ার পুত্র ইকবাল মিয়া। গত (২৮ ফেব্র“য়ারি) গ্রামবাসীর উপস্থিতিতে এ প্রতিবেদকের কাছে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিয়ে আব্দুল মন্নানের ছেলে রুহুল আমিন জানায়, (২৬ ফেব্র“য়ারি) সোমবার বিকেলে রহুল আমিনের গেঞ্জিতে হাত মোছায় রুহুল আমিন ও ইকবালের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রুহুল আমিন ইকবালের গলায় চেপে ধরলে একপর্যায়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মাটিতে লুঠিয়ে পড়ে ইকবাল। পরে সাড়াশব্দ না পেয়ে আবু রায়হান ও জুনু মিয়া ইকবালের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং ছুটন মিয়া ইকবালের বুকে লাথি দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। সেসময় এ স্বীকারোক্তি ক্যামেরায় ভিডিও ধারণ করেন প্রতিবেদক। পরে রুহুল আমিন (১৮), ছুটন মিয়া (২০), শিপন মিয়া (১৮), আবু রায়হান (১৮), জুনু মিয়া (২০) সহ ১১জনকে আসামী করে ইকবালের বড় ভাই আওয়াল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ইকবাল হত্যাকে ভিন্নখাতে প্রভাবিত করতে গত ৮ এপ্রিল ইকবাল হত্যা মামলার অন্যতম আসামী আবু রায়হান এর মাতা চমকজান বিবি বাদী হয়ে বাড়িঘর ভাংচুরের অভিযোগে ইকবালের পরিবারের সদস্যের আসামী করে একটি মামলা দায়ের করেন। এ যেন (গ্রামভাষায়) মরার ওপর কড়ার ঘা বলে মনে করেন সচেতন মহল। ইকবালের পরিবারের ওপর মিথ্যা মামলার প্রতিবাদে গত মঙ্গলবার রাত্রে মৃত ইকবাল মিয়ার বাড়িতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় হাজী সাবু মিয়ার সভাপতিত্বে সেসময় হাজী সুন্দর আলী, ওয়াহিদ মিয়া, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, আব্দুল গণি, মনর উদ্দিন, নজির উদ্দিন, রাইব উদ্দিন, আরজু মিয়া, আলতা মিয়া, মালেক মিয়া, মাহমুদ চৌধুরী, মাহতাহ উদ্দিন, ইউপি সদস্য লোকমান মিয়া, বাসিত মিয়া, নুর হোসেন, নানু মিয়াসহ কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আলোচিত ইকবাল হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রভাবিত করার উদ্দেশ্যে তার স্বজনদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা ইকবাল হত্যার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।