নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কৃষি অফিসার দুলাল আহমেদ, নির্বাচন অফিসার মহিলা আওয়মালীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ফায়ারম্যান ইউনুস আলী, শিক্ষক আলী আমজদ মিলন, বিন্দু সুত্রধর প্রমুখ। সভায় আগামী ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও শিশু কিশোদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।