নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর রাজনগর গ্রামে মানষিক ভারসাম্যহীন কিশোরী হিমা বেগম গলায় ফাসঁ লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। উক্ত কিশোরী ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডস্থ রাজনগর গ্রামের আবুল হোসেনের কিশোরী কন্যা হিমা বেগম (১৭) দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভোগছিল। ইতিপুর্বে কয়েকবার আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরের বর্গার সাথে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লোকজন দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের ছুরতহাল শেষে অপমৃত্যু মামলা রেকর্ড করেছে। এ ব্যাপারে নিহত কিশোরীর মা রাজিয়া বেগম ও পিতা আবুল হোসেন জানান তাদের মেয়ে হিমা বেগম দীর্ঘদিন মানুষিক রোগে আক্রান্ত ছিল। মাঝে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।