স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর থেকে আবুল কাশেম (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে কামড়াপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার বিকেলে সদর থানার এএসআই হরিধনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।