নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবলীগের নব-গঠিত কমিটিকে কেন্দ্র করে পরিকল্পিত হামলার ঘটনার মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে থানার এস আই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ আমড়াখাইড় গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মামলার প্রধান আসামী বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন (৫৫), মামলার ৮ নং আসামী সাইফুল ইসলাম (৩০)। সূত্রে প্রকাশ, গত সোমবার সকালে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন কে কেন্দ্র করে দু‘পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল নিেেপর ফলে উভয় পরে অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। এ সময় প্রায় ১৫টি বাড়িঘর ভাংচুর করার অভিযোগ উঠে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় রনি দাশ বাদী হয়ে ২৮ জনসহ গংদের আসামী করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে উল্লেখিতদের গ্রেফতার করে পুলিশ।