নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এনজিও সংস্থা সীমান্তিকের উদ্যোগে কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে ষ্টেক হুল্ডারদের সমন্বয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় নবীগঞ্জে সকল সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান এর সভাপতিত্বে ও জেলা টিম লিডার শরিফ আল মনজিল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এছাড়া উপজেলা সমবায় বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ইউআরডিও অফিসার এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, উপজেলা নির্বাচন অফিসার মো: আশরাফ উদ্দিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খাদিজা ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর তাজুল ইসলাম, হীরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমেদ, হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করিম চৌধুরী প্রমুখ।