স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল বহুলা গ্রামের মৃত মোতালিব মেম্বারের পুত্র।
গত রবিবার রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সিদ্দিকুর রহমান জানান, সাইফুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে তিনি বাদি হয়ে মাদক আইনে মামলা দিয়ে গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেন।