মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোহেল হত্যা মামলার এজাহার নামীয় আসামী ছায়েদ আলী (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাশ্ববর্তী বিজয়নগরর উপজেলার ইসলামপুর বাজারে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ছায়েদ আলীকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামের এলম খার ছেলে প্রবাস ফেরত সোহেল মিয়া সঙ্গে একই গ্রামের জুবেদ আলী , ছায়েদ আলীদের জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। সোহেল দেশে এসে জীবিকার তাগিদে মোটর সাইকেল ক্রয় করে যাত্রী পরিবহন করত। গত ১৮ ডিসেম্বর সকালে সোহেল যাত্রী পরিবহনের জন্য মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফেরত আসেনি।
১৯ ডিসেম্বর সোহেল নিখোঁজের ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারন ডায়রি করা হয়। (ডায়রি নং-৯৪২)। ওই দিন রাত ১১টার সময় থানা পুলিশ উপজেলার গোবিন্দপুর আখালিয়া এলাকার একটি ধানী জমি থেকে সোহেলের লাশ উদ্ধার করে।
পরে এ ঘটনায় সোহেলের মা মোছাঃ হেনা আক্তার বাদি হয়ে গত ৩১ ডিসেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নিদের্শ প্রদান করেন। এসআই মমিনুল ইসলামের সঙ্গে যোগাযাগ করা হলে ছায়েদ আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণা করার সত্যতা নিশ্চিত করেন।