নবীগঞ্জ প্রতিনিধি ॥ তিন বছর পর নবীগঞ্জের বহুল আলোচিত ট্রিফল মার্ডারের ঘটনার নতুন মোড় নিচ্ছে। এফিডিভেটকারী স্বাক্ষী শিহাব আলমকে গতকাল সিআইডি তুলে নিয়ে গেছে। নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বড় ভাকৈর গ্রামে গত ২০১৫ সনের ২২মার্চ রাতে ওই গ্রামের ফরিদ মিয়ার (৪০) স্ত্রী রোমেনা বেগম (৩০), তার দুই সন্তানকে পুকুরে ফেলে হত্যা করা হয়। পরে বাড়ি পাশে নিজে গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকাল বেলা নবীগঞ্জ থানার পুলিশ এসে ঝুলন্ত রোমেনা লাশ এবং তার দুই শিশু সন্তানের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়। উক্ত ঘটনায় রোমেনার চাচা আশুক মিয়া বাদী হয়ে ওই দিনই নবীগঞ্জ থানায় স্বামী ফরিদ মিয়া সহ ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং নবী (২৪/১৫)। ওই দিন রোমেনার স্বামী ফরিদ মিয়াকে পুলিশ গ্রেফতার করে। উক্ত ঘটনা নিয়ে নবীগঞ্জ থানা সহ প্রশাশনের বিভিন্ন সংস্থা তদন্ত করেন। পুলিশ তদন্ত ও ময়না তদন্তে রোমেনা আত্মহত্যা করেছে বলে রির্পোট প্রদান করে। তখন ফরিদ মিয়া জামিনে ছাড়া পান। এদিকে বাদী আশুক মিয়া নারাজি দিলে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য আবারও গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, উক্ত মামলার স্বাক্ষীগন হলফনামার মাধ্যমে স্বাক্ষী নামায় উল্লেখ করেন উক্ত খুন তারা উপস্থিত থেকে নিজের চোখে আসামীদের ট্রিপল মার্ডার করতে দেখেছেন। এতে সন্দেহ হলে স্বাক্ষী বড় ভাকৈর গ্রামের শিহাব আলম চৌধুরী (৪০)কে গত ২ এপ্রিল তার বাড়ি থেকে পুলিশ পরিদর্শক মোঃ জসিম উদ্দীন (সিআইডি) করেন।এর পরথেকে বাকী স্বাক্ষীরা পলাতক বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। অন্য স্বাক্ষীরা হল একই গ্রামের এ.কে আজাদ (৫০), শাহাজান (৪২) ও রোহেল মিয়া (২৮), মিজানুর রহমান চৌধুরী রিপন (৩৫), মাসুম। গোয়েন্দা সংস্থা কর্তৃক গ্রেফতারকৃত শিহাব আলমের কাছে প্রাথমিক ভাবে চাঞ্চল্যকর তথ্য পাওয়ায় মহামান্য আদালতের কাছে আরও ৫ দিনের রিমান্ডের জন্য তারিখে চাওয়া হয়েছে । আজ রবিবার রিমান্ড আবেদন শুনানী অনুষ্ঠিত হবে।