প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল নবীগঞ্জ উপজেলার নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসা মিলনায়তনে মাওঃ মোহাম্মদ আব্দুছ ছালামের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আল ইসলাহ কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কাজী এম হাসান আলী, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন নবীগঞ্জ পৌর আল ইসলাহ সদস্য সচিব মাওঃ ইব্রাহীম ইউসুফ। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ সমছু মিয়াকে সভাপতি, মাওঃ এখলাছুর রহমান খানকে সাধারণ সম্পাদক ও মোঃ শামসুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আল ইসলাহ ৭নং পৌর ওয়ার্ড কমিটি গঠন করা হয়। নির্বাচিত অন্যন্যরা হলেন, সহ-সভাপতি হাজী মোঃ নুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম, অর্থ সম্পাদক মোঃ রাশেদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনির মিয়া ও অফিস সম্পাদক মোঃ নুরুজ্জামান।