স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের চানভাঙ্গা গ্রামের নিকট দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চুনারুঘাট পৌর এলাকার নোয়াবাদ এলাকার আব্দুর রশিদের পুত্র রাজমিস্ত্রি আব্দুল আলী (৩৫) গতকাল সন্ধ্যার পর শায়েস্তাগঞ্জ থেকে ব্যাটারী চালিত টমটম যোগে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। তাকে বহনকারী টমটমটি দুর্গাপুরের অদুরে চানভাঙ্গা গ্রামের নিকট পৌছুলে বিপরীত দিক থেকে আসা গ্যাস চালিত টমটম এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আব্দুল আলী। এ সময় হবিগঞ্জে আসার পথে চুনারুঘাট পৌরসভার মেয়র উল্লেখিত স্থানে এসে আহত অবস্থায় দেখতে পেয়ে আব্দুল আলীকে তার গাড়িতে তুলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত ডাক্তার আহত আব্দুল আলীকে মৃত ঘোষণা করেন।