এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হাওয়ায় মেরুকরণ চলছে। উঠোন বৈঠক, গ্র“প ওয়ার্ক এবং মনিটরিংয়ের ত্রিমুখী কৌশলে চলছে প্রচারণা। সচেতন ও প্রবাসী ভোটার আকৃষ্ট করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহারে ফেইসবুক এবং মোবাইল ম্যাসেজে নতুনমাত্রা যুক্ত হয়েছে। অনেক প্রার্থীর প্রবাসী আত্মীয় স্বজন দেশে এসেছেন। তারা স্ব স্ব প্রার্থীর পক্ষ কোমর বেধে প্রচারনায় মাঠে নেমেছেন। এছাড়াও নির্বাচনে কেন্দ্র ভিত্তিক তদারক বা মনিটরিং কমিটি নিয়ে প্রস্তুতির খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১৫টি কেন্দ্রে ১১৫ জন প্রিজাইডিং অফিসার, ৫৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০৮৬ জন পোলিং এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচনী আইন এবং আচরণবিধি পর্যবেক্ষণে কমিশন মনোনীত নির্বাহী ম্যাজিষ্ট্রিটের নেতৃত্বে তৎপরতার বৃদ্ধি করা হয়েছে। ৭ মার্চ নির্বাচনী প্রতীক বরাদ্দের দিন থেকেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা মাইকিং প্রচারণার মাত্রা বৃদ্ধি করেন। কমিশন আইনের ভিত্তিতে দুপুর ২টা থেকে রাত ৮ টার মধ্যেই মাইকিং প্রচারণা বন্ধের নির্দেশনা রয়েছে। এ সংক্রান্ত অজ্ঞতার কারণে ইতিমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী, জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণার অভিযোগে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম এবং ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা আশরাফ আলীর কমীকে জরিমানা গুণতে হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশনায় নির্বাচনী এলাকায় ৫টি অফিস অনুমোদন দেয়া হয়েছে। কমিশন আইন মেনে প্রচার যুদ্ধে মাঠে রয়েছেন ২১ প্রার্থী। দায়িত্বশীল সূত্র জানায়, কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন এবং গ্র“পিং প্রচারণায় এগিয়ে রয়েছেন রাজনৈতিক দল মনোনীত প্রার্থী। বিদ্রোহী প্রার্থীরা নিজ বলয়ের সাংগঠনিক শক্তি নিয়ে সমান তালে পাল্লা দিচ্ছেন। সর্তক প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী অনেকটাই পিছিয়ে রয়েছেন। ভোটের হাওয়া অনুকুলের কৌশলী সমীকরণ চলছে। নিরাপদ দুরত্বে ক্ষমতাসীন জোটের নিয়ামক শক্তি জাপা। মুখে সহিবাত এবং অন্তরে অদৃশ্য ইশারায় চলছে তাদের কার্যক্রম। সমর্থিত দল ও প্রার্থীর সমর্থনে প্রবাসীরা খোঁজ খবর নিচ্ছেন। ইউনিয়ন ও এলাকা ভিত্তিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতায় শংকিত ভোটার। রাজনীতির দাপটে অসহায় মানুষ। জোট-মহাজোটের কৌশল নিয়ে চলছে বিশ্লেষণ। এদিকে, অঞ্চল ভিত্তিক তথ্য সূত্রে প্রকাশ, স্থানীয় নির্বাচনে জাতীয় হাওয়া বইছে। আওয়ামীলীগ ও বিএনপির সরব প্রচারণায় আঞ্চলিক সমীকরণ হার মেনেছে। প্রধান দুইদলের তৃণমূল নেতারা নির্বাচনকে প্রেষ্ট্রিজ ইস্যু হিসেবে বিবেচনা করছেন। ফলে স্বতন্ত্র ও বিদ্রোহীদের অবস্থান হ্রাস পাচ্ছে। পোষ্টার লিফলেটে সয়লাব হাট-বাজার। হোটেল রেস্তোরার কদর বেড়েছে। দিবারাত্রি চলছে মোবাইল বিড়ম্ভনা। চলছে গোষ্ঠী ও সম্প্রদায় ম্যানেজ প্রতিযোগিতা। দৈনন্দিন অর্থ দিয়ে গ্র“পিং প্রচারণার অভিযোগ রয়েছে। সকল প্রকার সহিংসতা ও আইন শৃংখলার উন্নয়নে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি হয়েছে। ঘন ঘন টহল দিচ্ছে র্যাব। সার্বিক বিষয় মনিটরিং করছে নবীগঞ্জ থানার পুলিশ। শান্তিপূর্ণ নির্বাচনে সকল মহলের সহযোগিতা চেয়েছে উপজেলা প্রাশাসন।