স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার এক বাসায় চুরির অভিযোগে দুই শিশুকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকরা উমেদনগর দেওয়ান মাহবুব রাজার মাজার এলাকার বাসিন্দা বাবুল মিয়ার পুত্র রাজ (১১) ও হান্নান মিয়ার পুত্র হিরা (১০)। পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা ওই এলাকার এক বাসায় চুরির চেষ্টা করে। এ সময় বাসার মালিকসহ লোকজন তাদের আটক করে সদর থানায় খবর দিলে এসআই কামাল এর পুলিশ ওই ২শিশু চোরকে আটক করে সদর থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সত্যতা নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।