প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির পক্ষ থেকে ফ্রিল্যান্স ট্রেইনার ফুজায়েল আল কাফীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রতিদিনের বাণী কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি কামাল উদ্দিন খান, সহ-সভাপতি শাহিন মিয়া, আব্দুন নুর, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সধারণ সম্পাদক আলীম উদ্দিন ও ইসলাম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক ফজল মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সদস্য কাঞ্চন রায়, কৌশিক, সালেক মিয়া, কাজল দত্ত, শ্রমিক নেতা কাসেম মিয়া, সরাজ মিয়া, মনোহর মিয়া, চয়ন দাশ, মুকিদ মিয়া, আহমদ আলী, বিশু রায় প্রমুখ। নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন শেষে ফ্রিল্যান্স ট্রেইনার ফুজায়েল আল কাফীকে তাদের উপদেষ্ঠা হিসেবে মনোনীত করেন।