মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ১১ জন প্রধান শিক্ষককে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি মাধবপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোজাম্মেল হায়দারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সিলেট সদরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, আশুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি। শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ মুছা মিয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফতেহ ইসলাম, প্রেমদাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিতাংশু ভট্রাচার্য্য, তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সৈয়দ সঈদউদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক প্রমুখ। সম্মাননা অনুষ্টানে সাবেক প্রধান শিক্ষকগণ নতুন প্রজন্মের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন-জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনেক। বর্তমান সময়ে শিক্ষার্থীদের নীতি নৈতিকতার খুবই অভাব পরিলক্ষিত হয়। তাই আমাদের শিক্ষক সমাজের দায়িত্ব হবে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে নীতি নৈতিকতার শিক্ষা দেয়া।