স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের ডোম ছাবু মিয়ার সহকারি তাজুল ইসলাম তাজু দুই দিনেও সুস্থ হয়নি। তার অবস্থা আরো অবনতি হয়েছে। অপরদিকে প্রধান ডোম ছাবু মিয়া লাশ নিয়ে পড়েছেন বিপাকে। গত বুধবার দুপুরে তাজু মিয়া সড়ক দূর্ঘটনায় আহত হন। সে সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত রাঙ্গা মিয়ার পুত্র।
আহত তাজু জানান, সদর হাসপাতালে লাশ কাটতে সে বাড়ি থেকে রওয়ানা দেয়। শ্মশানঘাট এলাকায় পৌছলে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়। এদিকে তাজু সময়মতো না আসায় দুই লাশ নিয়ে বিপাকে পড়েছেন প্রধান ডোম ছাবু মিয়া। গতকালও সন্ধ্যার দিকে একাই লাশের ময়নাতদন্ত করে ছাবু মিয়া।