স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরন বিধি লঙ্গনের অভিযোগে লাখাইয়ে ৩ প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হাসান রোমান গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে লাখাইর বামৈ বাজারে সমাবেশ করার সময় চেয়ারম্যান প্রার্থী মুশফিউল আলম আজাদকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযোগে জিরুন্ডা মাদ্রাসা এলাকায় সমাবেশ করার সময় চেয়ারম্যান প্রার্থী অমরেন্দ্র লাল রায়কে ৩ হাজার টাকা ও দেয়ালে পোষ্টার সাটানোর অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুজ্জামান আগা মিয়াকে ৫শ টাকা জরিমান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন।