প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১নং লুকড়া ইউনিয়ন আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিকেল ৫টায় স্থানীয় ফান্দ্রাইল পাঁচ পীরের মোকাম বাজার এলাকায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদ, ১নং লুকড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলার যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ আব্বাস, ১নং লুকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক আহমদ আলী।
উপস্থিত ছিলেন রইছ মিয়া চৌধুরী, মীর জালাল, শামীম আহমেদ, মোজাম্মেল হক, আব্দুল জলিল, আব্দুনূর জাহির, আব্দুল কুদ্দুছ, আব্দুস শহীদ, এনামুল হক আখঞ্জী, আব্দুর রহিম চৌধুরী, আওলাদ মিয়া, আশরাফ আলী মেম্বার, নুরুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে লাউছ মিয়া চৌধুরীকে সভাপতি, সেলিম তালুকদারকে সাধারণ সম্পাদক, জিতু মিয়াকে সাংগঠনিক সম্পাদক, নাছির মিয়া চৌধুরীকে সহ-সাংগঠনিক, আব্দুল্লাহ চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, নজরুল মুন্সিকে সহ-সভাপতি, শোয়েব চৌধুরীকে যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে যুগ্ম-সাধারণ সম্পাদক, শের আলীকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।