চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জামাত ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার হত্যার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বাল্লা রোড স্পোর্টিং ক্লাব ও সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চুনারুঘাট মধ্যবাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও সায়েম তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আওয়ামীলীগ নেতা ইমান আলী, সাবেক কমান্ডার আঃ ছামাদ, পৌরসভার কাউন্সিলর মরতুজ সরদার, প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সারোয়ার আলম আজাদ, সাবেক ছাত্রলীগ নেতা রুমন ফরাজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রলীগ আহবায়ক সুহেল আরমান, ব্যবসায়ী জাকির হোসেন, সাজিদুল ইসলাম, সিএনজি মালিক সমিতির সেক্রেটারি মিজানুর রহমান সেলিম, বাকৃবির ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ সোহান ও শহীদ আলহাজ্ব আবুল হোসেনের পুত্র নাজমুল ইসলাম বকুল প্রমূখ। এছাড়াও বাল্লা রোড স্পোর্টিং ক্লাব ও সামাজিক যুব সংগঠনের মানববন্ধনে উপস্থিত ছিলেন চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা, শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত খুনি ও গডফাদারদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।