নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী হোমল্যান্ড আইডিয়াল স্কুল ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। গত শুক্রবার রাতের ঝড়ে ওই স্কুলের টিনের চাল উড়ে গেছে। ফলে স্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিগত বছরেও ঝড়ে ওই স্কুলের সম্পূর্ণ টিনের চালা উড়ে গিয়েছিল। বর্তমানে ওই স্কুলে প্রায় ৪শত ৫০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। দ্রুত স্কুলের চালা মেরামত না হলে পাঠদান আরো ব্যাহত হবে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকবৃন্দ।