সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন-মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে এখন বেকারত্ব অনেক কমে গেছে। যুবকরা কর্মসংস্থানে কাজ করছে। নিজেরা ও উদ্যোগী হচ্ছে। দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন, প্রান্তিক পর্যায়ে উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোনো বিকল্প নেই। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। দেবপাড়া ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোহিত এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফা রহমান কাকলি, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গোল আহমেদ কাজল, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, রুহেল আহমেদ, জুনেদ মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আবু ইউসুফ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক লিমন আহমেদ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শেখ আলমগীর কবির, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শেখ মোহাম্মদ আলী, আজিজুর রহমান মধু, শেখ ইসকন্দর আলী, আব্দুল বারিক, আব্দুল মতলিব, দুলাল মিয়া, আবুল হোসেন লাল, শেখ রাসেল শরিফ, আজাদ মিয়া, শেখ আব্দুল বাতির, কাজী নুরুল হোসেন, রুমান মিয়া, শাহ রিয়াজ নাদির সুমন, জাহেদ মিয়া, খরছু মিয়া, নেছার আলী, সদর মিয়া, হান্নান মিয়া, নাজমা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com