মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের মীরনগরের কাছে কার্ভাডভ্যান ও অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উল্লেখিত স্থানে কার্ভাড ভ্যান ও অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষ ঘটলে অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা আরোহী ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার বড়য়া গ্রামের ফালু দাসের স্ত্রী বকুল রানী দাস (৫৫) মারা যায়। মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে উপজেলার বাকশাইর গ্রামের পাপলু দাসের মেয়ে রিয়া রানী দাস (৫) মারা যায়। এছাড়া আহত নমীতা দাস (৪০) ও সুলতা দাস (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায় লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়াতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।