স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে র্যালিটি বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামন থেকে শুরু হয়ে জনাব আলী কলেজ, সাগরদীঘির পূর্বপাড়, শহীদ মিনার, উপজেলা পরিষদ ও বড়বাজারের গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হবিগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের আহবায়ক এড. মুর্শেদুজ্জামান লুকুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার এনামুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল, জেলা পরিষদ সদস্য রৌশনারা ভুইয়া লাকী, ৫নং ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, ছাত্রলীগের আহবায়ক সাইম হাসান পুলক, তাঁতীলীগের আহবায়ক শেখ রুবেল, কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
সভায় বক্তারা বর্তমান এমপিকে বাদ দিয়ে নৌকা প্রতীক দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান। পাশাপাশি দলীয় নেতাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার তীব্র প্রতিবাদ জানান।
র্যালিতে অংশগ্রহন করার জন্য সকাল থেকেই উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারা আসতে থাকেন। র্যালিতে প্রায় ৫হাজারেরও বেশী নেতাকর্মী অংশগ্রহন করেন। র্যালিতে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, তাঁতলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।