প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে জাতীয় ছাত্র সমাজ জেলা সভাপতি জুবায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সদস্য শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আদিবুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমনা ময়না, জেলা কৃষক পার্টির সভাপতি মিজবাহ উদ্দিন, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল। বক্তব্য রাখেন এমএ মতিন চৌধুরী, মনিরুল ইসলাম মনির, জুনায়েদ আহমেদ, সাগর চৌধুরী, দীপ্ত রায়, রবিন সরকার, গীতম দেব, শেখ সামছুল হক, এলআর আফসার, জয় রায়, স্বপন চৌধুরী, নিয়ামুল করিম অপু, এমএম হেলাল, আকাশ সরকার, আলী মর্তুজা সাজু, দুলাল মুর্শেদ, সোহাগ আহমেদ, জাহেদ মিয়া, জুয়েল আহমেদ, শেখ জামিল হাসান সাদি, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান, মোঃ কাউছার আহমেদ, শেখ মহিবুর হাসান রুবেল, হাফেজ মোশাহিদ, শাহ শেখ আফরোজ আলী রিপন, এরশাদ মিয়া, মামুন মিয়া, সজিব, প্রকাশ সরকার, অজিত দাস, রুবেল মিয়া, তোফায়েল, ফয়সল আহমেদ, ছায়েদ আলী, হেলাল মিয়া, রুয়েল আহমেদ, হাবিব মিয়া, রাজন মিয়া, সোহাগ, আলাউদ্দিন, নুরুল আমিন প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপা নেতা শংকর পাল বলেন-জাতীয় ছাত্র সমাজ একটি আদর্শ সংগঠনের নাম। ছাত্র সমাজে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজদের স্থান নেই।
আলোচনা সভাশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটের অতিথিবৃন্দ। পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারে গিয়ে শেষ হয়।