প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও তারেক জিয়ার উপর মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে ১৩নং পানিউমদা ইউনিয়নের রইছগঞ্জ বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছাত্রদল নেতা রায়েছ চৌধুরীর সভাপতিত্বে ও শাহ্ রাজুর পরিচালয়নায় প্রধান অতিতি ছিলেন ১৩নং পানিউমদা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। বিশেষ অতিথি উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জয়নাল আবেদিন, বাছিতুর রহমান রুয়েল, বাচ্চু মিয়া, রুহুল আমিন খান, আশরাফ, শাবুদ্দীন, উপজেলা ছাত্রদল নেতা সায়েক চৌঃ, জসিম উদ্দীন, সেলিম আহমেদ, বসর মিয়া, শোয়াইবুর রহমান, ফয়ছল আহমেদ, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা অনির্বান নাগ, শেখ মতিন আলী, কলেজ ছাত্রদল নেতা আবিদুর রহমান, পানিউমদা ছাত্রদল নেতা শাহ মশিউর, রুমান খান, সাইপ খান, শাহান চৌধুরী, সাইফুর রহমান, তমাল, রাহী, শাহ মিনার, আলাল, শাহ তানবির, রবিউল, সাব্বির, মুন্না, আলিম, সাইপুল প্রমুখ।