নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহননকারী গৃহবধূর নাম নাসিমা আক্তার (৩০)। তিনি নবীগঞ্জ শহরতলীর রাজনগর গ্রামের আরশ আলীর স্ত্রী। তিনি ৩সন্তানের জননী ছিলেন। গত সোমবার দুপুরের দিকে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।