নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে ২৫ মার্চকে বলা হতো পাকিস্তানি সেনা হত্যা দিবস। এ রাতে যারা এদেশের মানুষকে হত্যা করেছে তারা দেশ ও জাতির শত্র“ এবং মেজর জিয়া যা করে গেছেন ও বলে গেছেন তা ছিল এদেশের বিপক্ষে যা জাতি কখনো ভুলবেনা। তিনি আরো বলেন, ওই রাতে তাদের হাত থেকে রক্ষা পায়নি এদেশের পুলিশ, বিডিআর ও বিভিন্ন সেক্টরের প্রশাসনিক কর্মকর্তা ও মেধাবী ছাত্রগণ। যারা এ দেশের মানুষকে হত্যা করেছিল এবং দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল বর্তমান সরকার অবশ্যই তাদের বিচার করবে। ইতিমধ্যেই বিচার কাজ শুরু হয়েছে। এবং আওয়ামীলীগ সরকার স্বাধীন বাংলার চেতনায় দেশকে গড়তে চায়। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদত হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী জীবিকায়ন কর্মকর্তা শাকিন আহমেদ, ইউপি চেয়ারম্যান জাবেদ আলী, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল, ডাঃ এমরান চৌধুরী, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম প্রমুখ।