স্টাফ রিপোর্টার ॥ চুনরুঘাটের আমুরোড বাজার থেকে একটি মোটর সাইকেল এবং ৬ কেজি গাঁজাসহ দুই যুবককে ডিবি পুলিশ আটক করা হয়ছে। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের আলীফ মিয়ার পুত্র আক্তার মিয়া (৩০) ও সুন্দরপুর গ্রামের আব্দুস শহীদের পুত্র ওয়াহিদুল ইসলাম (২৮)।
গোপন সংবদের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ডিবির এসআই ইকবাল বাহার ও এসআই করিম এর নেতৃত্বে আমুরোড বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের মানিক মেম্বারের মোরগের ফার্মের সামন থেকে রেজিষ্ট্রেশনবিহীন লাল রঙের একটি পালসার মোটর সাইকেল এবং ৬ কেজি গাঁজাসহ উল্লেখিত ২ জনকে আটক করা হয়।