নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে (চিংড়ি প্রতীকে) ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নবীগঞ্জ উপজেলা বাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। তিনি গতকাল বুধবার ও বৃহস্পতিবার উপজেলার কালিয়ারভাঙ্গা ও ইনাতগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে, হাট-বাজারে গণসংযোগ এবং পথসভায় বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১৯ দলীয় জোটের চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, বিএনপি নেতা শিহাব চৌধুরী, যুবরাজ গোপ, এড.লুৎফুর রহমান, হাজী মেরাজ মিয়া, জাহাঙ্গীর আলম, এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, আব্দুর রকিব, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, পিন্টু পুরকায়স্থ, শাহ হোসেন আলী, নুরুল আমীন, এমএন মির্জা, ডাঃ লিটন মিয়া, আহমদ খানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং ১৯ দলের নেতৃবৃন্দ। রাতে বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে অনুষ্টিত কর্মীসভায় যোগদেন নেতৃবৃন্দ। এছাড়া গতকাল সকাল থেকে ইনাতগঞ্জ ইউপির বিভিন্ন গ্রামগঞ্জে ও হাটবাজারে ব্যাপক গণ সংযোগ ও পথসভা করেন আলহাজ্ব শেখ সুজাত মিয়া। এতে দলের মনোনিত প্রার্থীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও ১৯ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।