চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সোহেল মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়াইল গ্রামের রাস্তা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চন্দনা এলাকার শফিক মিয়ার ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।