চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ-বাঘারুক রেল লাইনের পাশের রাস্তার পাকাকরণের কাজ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। গতকাল বৃহস্পতিবার বিকেলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে এলাকার মুরুব্বী আকবর আলী সর্দারের সভাপতিত্বে ও আঃ ছোবহানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহরম আলী, সহ-সভাপতি আশ্রাব আলী হাবিলদার। এতে বক্তব্য রাখেন উপজেলা তাতী লীগের আহবায়ক খন্দকার কবির মিয়া, ঠিকাদার মিজানুর রহমান বাবুল, আরজু মিয়া মাষ্টার, আফরোজ মিয়া, আঃ শহীদ, শফিক মিয়া মোল্লাহ, ইউপি সদস্য বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান চানু, আবুল হোসেন প্রমুখ।
পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন। মিলাদ মাহফিল শেষে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপজেলা প্রকৌশল বিভাগ ৭৭ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা পাকাকরণ করছে।