নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পল্লীতে ফেসবুক প্রেমের টানে লন্ডন থেকে ছুটে এসেছেন ৫ সন্তানের জননী। এনিয়ে তোলপাড় হচ্ছে লন্ডনে ও বাংলাদেশে। এদিকে ৫টি সন্তান নিয়ে বিপাকে পড়েছেন লন্ডন প্রবাসী স্বামী আমজাদ হোসেন।
জানা যায়, মৌলভীবাজার জেলার লন্ডন প্রবাসী আমজাদ প্রায় ১০ বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে। এদিকে সম্প্রতি ওই মহিলার সাথে ফেসবুকে পরিচয় হয় নবীগঞ্জের এক যুবকের সাথে। এক পর্যায়ে তারা গভীর প্রেমে মগ্ন হয়ে পড়ে। গত দু-সপ্তাহ আগে লন্ডন প্রবাসী ৫ সন্তনের জননী জরুরী কাজে দুসপ্তাহের জন্য দেশে আসার কথা বলে তার স্বামীকে। স্বামীও এতে রাজি হন। সে অনুযায়ী ওই মহিলা দেশে আসার পর থেকে আর খোজে পাওয়া যাচ্ছে না। তার আত্মীয় স্বজন ১৫ দিন যাবৎ তার কোন মন্তান পাচ্ছে না। তার নবীগঞ্জের প্রেমিকও এলাকায় নেই। এতে আত্মীয় স্বজনের ধারণা ওই মহিলা তার প্রেমিকের সাথেই রয়েছে।