স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া (৪০) ট্রাক চাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার পুত্র। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকাল ৮টার দিকে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়-য়া বাসা থেকে মোটর সাইকেল যোগে বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার অনুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।