প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের কৃষকলীগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। দেবপাড়া ইউনিয়ন কৃষকলীগের মোঃ নজির মিয়াকে সভাপতি ও আনছার মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষনা করে এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। গতকাল ১০নং দেবপাড়া ইউনিয়নের কৃষকলীগের গোপলার বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ইকবাল বাহার তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এম ফরহাদুজ্জামান মুহিত। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নিলুফা ইয়াসমিন, আওয়ামীলীগের নেত্রী শাহ রাবেয়া বেগম, কৃষকলীগ নেতা আব্দুর রুফ, হান্নান মিয়া, মনসুর আহমদ, বাহার মিয়া, ফরিদ মিয়া, সঞ্জব আলী, আব্দুর রহিম, সুফি মিয়া, সফিক মিয়া, জুয়েল মিয়া, এয়াওর মিয়া, শাহজাহান মিয়া, মুহিদ মিয়া, শহীদ মিয়া, খছরু মিয়াসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষকলীগ নেতৃবৃন্দ।