স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি যানবাহনে এখন বাসাবাড়ি ও হোটেল-রেস্তোরায় রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে। সরকারের নিয়মনীতি উপেক্ষা করে একটি অসাধু চক্র সম্প্রতি এ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আসছে সিএনজিতে। হবিগঞ্জ শহরে গতকাল অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ ৩টি গাড়ী আটক করেছে। আটককৃত গাড়ীগুলো বানিয়াচং সিএনজি মালিক সমিতির বলে জানা গেছে। সিএনজি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, সিলিন্ডার গ্যাস মুলত বাসাবাড়ি ও হোটেল রেস্তোরায় রান্নার কাজে ব্যবহার করা হয়। এই ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার সিএনজি যানবাহনে রাস্তায় ঝাকুনিতে বিস্ফোরিত হয়ে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ সিএনজি শ্রমিক সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিন বলেন, সিএনজি গাড়ীতে এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা সরকারী ভাবে নিষিদ্ধ। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বানয়িাচংয়ের সিএনজিতে ইদানিং এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার নাকি শুরু হয়েছে। এতে যে কোন সময় রাস্তায় ঝাকুনিতে এলপি গ্যাস বিস্ফোরিত হয়ে গাড়ীতে আগুন ধরে যেতে পারে। এই সিলিন্ডার ব্যবহার আমাদের শ্্রমিকরা প্রতিহত করবে।
এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ স্নেহাংশু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিএনজিতে এলপি গ্যাসের সিলিন্ডার ব্যবহার বেআইনি। এটা যাত্রী সাধারনের জন্য নিরাপত্তাহীন। এটা ব্যবহারে যে কোন সময় দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, গতকাল ট্রাফিক পুলিশ বানিয়াচংয়ের ৩টি গাড়ী আটক করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।