রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে ৩ মাতালকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান প্রত্যেককে ৫’শ টাকা করে জরিমানা করেন। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে নোয়াহাটি-হরষপুর রাস্তার জালুয়াবাদ এলাকায় নাজিরপুর গ্রামের জজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (১৯) বেজুড়া গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৮) ও জগদীশপুর গ্রামের ইমান আলীর ছেলে হৃদয় মিয়া (১৭) মদ খেয়ে মাতলামি করার সময় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টহল দল তাদের গ্রেফতার করে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান তাদের প্রত্যেককে ৫’শ টাকা জরিমানা করেন।