স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামে পার্বতী দাশ (৭০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের যোগেশ্বর দাশের স্ত্রী। সূত্র জানায়, গত রবিবার গভীররাতে বাড়ির উঠানে বদ্দিরাজ গাছের সাথে ওই বৃদ্ধাকে ঝুলতে দেখে মার্কুলি নৌ-ফাঁড়িয়ে খবর দেয়া হয়। ফাঁড়ির ইনচার্জ গতকাল সোমবার সকালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজন জানান, পার্বতীর আত্মহত্যার কারণ পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।