স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নবীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নবীগঞ্জে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে ‘‘প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন’’ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম। সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দেবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোঃ গোলাম আহমদ, সুজিত চন্দ্র দাশ, শিরিন ফাতেমা, কোহিনুর আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক সুবিনয় পুরকায়স্থ, শেখ রুমানা বেগম, যুগ্ম সম্পাদক মোঃ বদরুল আলম, সুকৃতি রানী দাশ, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল আজাদ, দপ্তর সম্পাদক সমীর হালদার, সহ-দপ্তর সম্পাদক বিজয় কৃষ্ণ দাশ, অর্থ সম্পাদক বিধুভূষন দাশ, সহ-অর্থ সম্পাদক গৌতম দে রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রানা চন্দ্র দাশ, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক সজল চন্দ্র দাশ, সদস্য মহিতোষ দাশ তালুকদার প্রমূখ।
এ সময় সমিতির নেতৃবৃন্দ নবীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগীতা করার আহ্বান জানান। নেতৃবৃন্দের দাবী প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করন, ১ম, ২য়, ৩য় টাইমস্কেল প্রদান করে স্পন্ডিং স্কেলে বেতন ফিক্সেশন, দ্রুত নিয়োগবিধি প্রনয়ন করা সহ শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান রেখে সাংগঠনিক কাঠামোতে প্রধান শিক্ষকদেরকে উপজেলা শিক্ষা অফিসারের অধীনে ন্যাস্ত, সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৮ম শ্রেণী পর্যন্ত উন্নীত করা, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারনে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ ৫ দফা বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।