প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এস, আই, আফ প্লাজার আনন্দ কুপন এর ড্র গত ৩০ আগস্ট শুক্রবার শহরের ডাকঘর এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত লটারী ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, বা, কি, এ, সভাপতি মোঃ শাহাদত হোসেন সাদত, এস এফ প্লাজার স্বত্ত্বাধিকারী মোতাহের হোসেন, মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের পরিচালক বন্ধু মঙ্গল রায়, হাফেজ এমদাদুর রহমান এমদাদ, দিলীপ কুমার দেব, কাজী জালাল উদ্দিন প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে দোকানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উক্ত লটারীতে ১ম পুরস্কার লাভকারী ব্যক্তির কুপন নম্বার হল, ২৬৫২, ২য় পুরস্কার ২৬৬৪, ৩য় পুরস্কার ১৪১০। এছাড়াও অন্যান্য ৭টি পুরস্কারের নম্বার হল ১৮৪, ১৩৬৮, ১০৭৪, ১১৬৫, ০৪৬, ০৬২, ২৬৩৮।
উল্লেখ্য ১ম পুরস্কার ২১’’ রঙ্গীন টেলিভিশন, ২য় পুরস্কার মাইক্রোওভেন, ৩য় পুরস্কার ডিনার সেট। ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠান থেকে পুরস্কার সংগ্রহন করতে হবে।