চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে স্বামীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহ¯পতিবার বিকেলে ভোলারজুম গ্রামে। খবর পেয়ে চুনারুঘাট থানার দারগা আব্দুল মালিকের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে যায়।
জানা যায়, চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে লাইজু আক্তার (২৫) এর সাথে ভোলারজুম গ্রামের আব্দুর রহিম (৩০) এর বিয়ে হয় প্রায় ৫ বছর আগে। সংসার জীবনে তারা ২ পুত্র সন্তানের জনক। রায়হান (৩) ও রাহি (১) বছরের শিশু সন্তান নিয়ে লাইজু সুখেই সংসার করছিল। লাইজুর সুখের সংসারে কাল হয়ে আসে রহিমের দ্বিতীয় স্ত্রী। তাদের সংসারে ঝগড়া লেগে থাকত। কারনে অকারনে রহিম তার স্ত্রীর উপর শারিরক র্নিযাতন করত। এলাকার লোকজন ধারনা করছেন, সংসারে অশান্তির কারনে লাইজু অত্মহত্যা করতে পারে। লাইজুর ভাই কামরুল ইসলাম জানান, আত্মহত্যা নয় তারা আমার বোনকে হত্যা করে বিছানায় শুয়ে রেখেছিল। আমি এ হত্যাকান্ডের ন্যায় বিচার চাই। চুনারুঘাট থানায় অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।