নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী বলেছেন, এলাকার উন্নয়নের পাশাপাশি নবীগঞ্জ পৌরসভাকে আধুনিকায়নসহ একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে বদ্ধপরিকর। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে রাজাবাদ প্রাইমারী স্কুলের রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধনকালে উক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকৌশলী সুজিত বড়–য়া, বিশিষ্ট মুরুব্বী প্রাক্তণ মেম্বার আব্দুস শহীদ, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন, শিক্ষক (অবঃ) আব্দুল মন্নাফ, কাউন্সিলর এটিএম সালাম, নাজাদুর রহমান দুলু, ঠিকাদার সফিকুর রহমান প্রমূখ। উল্লেখ্য প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে উক্ত রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে।