প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউপি’র সুরমা চা-বাগানের ০৮নং বস্তি এলাকা এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জহর লাল (২৫)কে আটক করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে উল্লেকিত ফেনসিডিল উদ্ধার ও জহর লালকে আটক করে। আটক জহর লাল সুরমা চা-বাগানের মৃত নিমাই এর পুত্র। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এর নেতৃত্বে সুরমা চা-বাগানের ০৮নং বস্তি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জহর লালকে আটক ও প্লস্টিকের ব্যাগে মোড়ানো ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।