চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওগাছ ইউনিয়নে দেওগাছ গ্রামের মৃত মন্নার আলীর পুত্র লিটন মিয়া ৩০ কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে উপজেলার আমতলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ ধরে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ৬ হাজার টাকা জরিমানা অনাদায়ের ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক লিটন মিয়া আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। সে জিআর ১১০/১২ সালের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত। চুনারুঘাট থানার এসআই আতিকুল আলম ও এসআই সুমনূর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেফতার করে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান সাজার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।